কাস্টমস্, এক্সাইজ ও ভ্যাট, ঢাকা পূর্ব কমিশনারেট জাতীয় রাজস্ব বোর্ডের অধীন একটি অন্যতম শুল্ক, আবগারী ও মূল্য সংযোজন কর কমিশনারেট। ১৯৯১ সনে প্রবর্তিত মূল্য সংযোজন কর ব্যবস্থায় পরোক্ষ করের আওতা সম্প্রসারিত হওয়ায় মাঠ পর্যায়ে রাজস্ব প্রশাসনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে ২০১১ সালের ১লা ডিসেম্বর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, ঢাকা (পূর্ব), ঢাকা এর কার্যক্রম শুরু হয়।
এ অধিনে ৮টি বিভাগীয় দপ্তর ও ৩২টি সার্কেল দপ্তর রয়েছে।উপ/সহকারী কমিশনার পদমর্যাদার
একজন কর্মকর্তা বিভাগীয় দপ্তর প্রধান ও রাজস্ব কর্মকর্তা পদমর্যাদার একজন কর্মকর্তা
সার্কেল অফিস প্রধান হিসাবে দায়িত্ব পালন করে থাকেন। এছাড়া প্রতিটি বিভাগীয়
দপ্তরের ১জন রাজস্ব কর্মকর্তা, ৯জন সহকারী রাজস্ব কর্মকর্তা, ১২জন তৃতীয় শ্রেনীর কর্মচারী
ও ১জন ৪র্থ শ্রেনীর কর্মচারীসহ মোট ২৪জন এবং প্রতিটি সার্কেল অফিসে রাজস্ব কর্মকর্তা
ছাড়া ৬জন সহকারী রাজস্ব কর্মকর্তা, ৬জন ৩য় শ্রেনী কর্মচারী ও ১জন ৪র্থ শ্রেনীর কর্মচারীসহ
১৪জন কর্মকর্তা-কর্মচারী নিয়োজিত।